ঈদের যাত্রা স্বস্তিদায়ক করতে অন্যান্যবারের মতো এবারও পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে। মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাস্তায় পুলিশ থাকবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
সোমবার (২৬ জুন) রাজধানীর গাবতলীতে কোরবানির পশু হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, প্রশাসন, মালিক সমিতি, শ্রমিক নেতা, যাত্রী সবার সাথে কথা বলেছি পথে কেউ হয়রানি শিকার হচ্ছে না। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ফিটননেস বিহীন ও মেয়াদোত্তীর্ন গাড়ি রাস্তায় চলতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
আইজিপি আরও বলেন, সরকার সারাদেশে সড়ক ব্যবস্থা উন্নয়ন হয়েছে, পদ্মা সেতু হয়েছে। গতবারের মতো এবারও সবার সহযোগিতার স্বস্তিদায়ক যাত্রার ব্যবস্থা করবে।
সাধারণ যাত্রীদের সতর্ক করে তিনি অনুরোধ জানিয়ে বলেন, যাত্রীদের অনুরোধ- আপনারা ট্রাকে, পিকআপে বাড়ি ফিরবেন না।
সেই সঙ্গে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি, জাল টাকা ব্যবসায়ী সবাইকে হুঁশিয়ারী দেন আইজিপি। এধরণের অপরাধমূলক কাজ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
রাজধানী ছেড়ে যাওয়া মানুষদের প্রতি অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, ফাঁকা বাসা বাড়িতে প্রয়োজনীয় ও মূল্যবান জিনিস না রাখায় উত্তম। তবে কেউ রাখলে তা ভালোভাবে রাখার জন্য নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন তিনি।