রামগতির চৌধুরী বাজারে ভয়াবহ আগুনে ৯ দোকান ভস্মিভূত
- আপডেট সময় : ০৯:২৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ১৩৮ বার পড়া হয়েছে
নিজেস্ব প্রতিবেদক:
নোয়াখালী সুবর্ণচর উপজেলা বর্ডার সংলগ্ন রামগতি চৌধুরী বাজার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে ৯ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়, আগুনে আরো ৫ টি দোকান ক্ষতিগ্রস্থ হয়।
ঘটনাটি ঘটে ১৮ আগস্ট বৃহস্পতিবার ভোর ৬টার সময় রামগতি ৭নং চর রমিজ ইউনিয়নের চর আফজাল গ্রামের চৌধুরী বাজারে।
হাজী সুপার মার্কেটের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মোঃ রুবেল, সিরাজ উদ্দিন, কৃষ্ণ কমল নাথ, ডাক্তার ইব্রাহিম, ডাক্তার পিন্টু চন্দ্র দাস, আব্দুল আহাদ, হেলাল উদ্দিন, রহি কমল, রফিকসহ একাধিক ব্যবসায়ী জানান, মোবাইল এক্সেসরিজের পাইকারি দোকান রায়হান টেলিকমের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়, মুহুর্তেই বাবুল হোমিও হল, সুমা গার্মেন্টস, ডাক্তার ইব্রাহিমের দোকান, ডাক্তার পিন্টু দাসের দোকান , হালিমা টেলিকম এবং রায়হান টেলিকমের গোডাউনসহ এক সাথে ৬ টি দোকান সম্পর্ণ পুড়ে যায়।
এসময় আগে আংশিক পুড়ে যায়, হেলাল দধি ভান্ডার, হরি কমল গার্মেন্টস, রবি স্বর্ণকার, রফিক গার্মেন্টস। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে দোকান বাদে মালামালের প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ব্যবসায়ীরা।
রামগতি উপজেলা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার নুর নবী বলেন, ৭ টি দোকান পুড়ে যায় বাকি কয়েকটি আংশিক ক্ষতিগ্রস্থ হয়। তবে কতটাকার ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা প্রশাসনসহ সংশ্লিষ্ঠ প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।