ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
নিজেস্ব প্রতিবেদক:
নোয়াখালীর কবিরহাট উপজেলার ০৩নং ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার ০৩নং ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ মাঠে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
০৩নং ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিম।
০৩নং ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মন্নান মুনাফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বাবুলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান।
এসময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শহীদ উল্যা, মোহাম্মদ ইব্রাহীম, ধানসিঁড়ি ইউনিয়ন চেয়ারম্যান মো: কামাল খাঁন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক দলিলুর রহমান দুলাল, সুন্দলপুর ইউপি চেয়ারম্যান হাজী মো: ইলিয়াছ, বাটইয়া চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ, সম্পাদক আব্দুল জলিল প্রমূখ।
এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।