চাটখিলে দুর্নীতি দমন কমিশনের শিক্ষা সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
চাটখিলে দুর্নীতি দমন কমিশনের শিক্ষা সামগ্রী বিতরণ

চাটখিল প্রতিনিধি:

 

নোয়াখালী চাটখিলে দুর্নীতি দমন কমিশন কর্তৃক সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, ভীমপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক, আমির হোসেন, নারায়নপুর আর কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোহাম্মদ জালাল উদ্দিন, বালিয়াধর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার, দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুষমা শারমিন, করিহাটি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক, মনির হোসেন, চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আরতি বালা দেবী, ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন সহ উপজেলার দুনীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ।

 

অনুষ্ঠান শেষে ১০০ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রীর বিতরণ করা হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০