বেগমগঞ্জে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার-২
- আপডেট সময় : ০৬:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০ ৩৪৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুরে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম মিন্টু (২৮) ও আব্দুল মমিন (২৬) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুইজন সম্পর্কে আপন ভাই ও সন্ত্রাসী সম্রাট বাহিনীর সক্রিয় সদস্য। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
রবিবার ভোরে হাজীপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হাজীপুর গ্রামের রাজা মিয়ার ছেলে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাজীপুরে অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মিন্টু ও তার ভাই আব্দুল মমিনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র, হত্যা, চাঁদাবাজিসহ প্রায় অর্ধডজন মামলা রয়েছে। যার মধ্যে গোয়েন্দা ডিবিতে একটি মামলা তদন্তাধীন রয়েছে। তারা বেগমগঞ্জে সন্ত্রাসী সম্রাট বাহিনীর সক্রিয় সদস্য। আমিনুল ইসলাম মিন্টুর কাছ থেকে গুলিসহ একটি বিদেশী পিস্তল ও আবদুল মমিনের কাছ থেকে তিনটি কার্তুজসহ একটি এলজি উদ্ধার করা হয়েছে। ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।