কবিরহাটে স্থানীয় সরকার দিবসের উন্নয়ন মেলার উদ্বোধন
- আপডেট সময় : ০৭:৪০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১১ বার পড়া হয়েছে
নিজেস্ব প্রতিবেদক:
সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার-এই স্লোগানে নোয়াখালীর কবিরহাটে উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার দিবস উপলক্ষে রবিবার (১৭ সেপ্টেম্বর) বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন ও র্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি, থাকবে না আর ঝগড়া বিবাদ, সমাধান আছে গ্রাম আদালত, শেখ হাসিনার দুই নয়ন, গ্রাম-গঞ্জ শহর সর্বত্রে উন্নয়ন ও শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই’ স্লোগানে স্লোগানে বর্ণাঢ্য র্যালিটি কবিরহাট উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
বেলা ১১ টায় কবিরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী হরষিত কুমরি সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার দাস’সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
এছাড়াও ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ, দেশে প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে জাতীয় স্থানীয় সরকার দিবস। সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার- এই স্লোগান নিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।