ধানসিঁড়িতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৪১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
নিজেস্ব প্রতিবেদক:
নোয়াখালীর কবিরহাট উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়ন সাংগঠনিক ১ এর আওয়ামীলীগ, যবলীগ, শ্রমিক লীগ, সেচ্চাসেবকলীগ ও সহযোগী সংগঠনের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪ঘটিকায় ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড নলুয়া ভুইয়ার হাট স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়ে রাত দশটায় শেষ হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সদস্য মাস্টার জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগ সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীম।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুকের সঞ্চালনায় সম্মেলনের জাতীয় সংগীত বাজিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ উদ্ধোধন করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান।
এসময় উপস্থিত ছিলেন, ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মন্নান, সম্পাদক কামাল উদ্দিন বাবুল, ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: কামাল খাঁন, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন টিটু, উপজেলা মহিলা আ.লীগ সভাপতি ফরিদা ইয়াছমিন, সম্পাদক বিবি জয়নব রিতু, উপজেলা ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ, সম্পাদক আব্দুল জলিল প্রমূখ।