কাপড়ের রঙ মিশিয়ে তৈরী তাল মিছরি, ভোক্তা অধিকারে লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ১০:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ১১ বার পড়া হয়েছে
বেগমগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে কাপড়ের রঙ মিশিয়ে তাল মিছরি তৈরী করায় এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার চৌমুহনী বাজারের পপুলার ট্রেডার্সে এ অভিযান চালানো হয়। ওই সময় কাপড়ের ক্ষতিকর রঙ দিয়ে তাল মিছরি তৈরী করার অপরাধে প্রতিষ্ঠানকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী বাজারে এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে কাপড়ের ক্ষতিকর রঙ দিয়ে তাল মিছরি তৈরী করায় পপুলার ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয় প্রকিষ্ঠানটিকে।
এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও জেলা পুলিশ লাইন্সের একদল পুলিশ সদস্য।