বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণ
- আপডেট সময় : ০৯:৪১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) দুপুরে নোয়াখালী পৌরসভা মিলনায়তনে এই পুরষ্কার বিতরণ করা হয়।
জেলা আওয়ামীলীগের পৃষ্ঠপোষকতায় ও ছাত্রলীগ স্মার্ট স্কুলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুবাইয়াত রহমান আরাফাতের সঞ্চালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজমুল আলম মঞ্জু ও নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু।
এ সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, নোয়াখালী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু, নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণপাল ও কাউন্সিলর জাহিদুর রহমান শামীম সহ প্রমুখ।
অনুষ্ঠানে শেষে ৫০জন বিজয়ীদের শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরষ্কার বিতরণ করেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৩শ জন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।