২২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আরো ২৩৮১ জনের করোনা শনাক্ত
- আপডেট সময় : ০৫:৩৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০ ২৬৬ বার পড়া হয়েছে
এনকে বার্তা ডেস্ক::
মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। ফলে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭২ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৩৮১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯ হাজার ৫৩৪ জনে।
আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বুলেটিন উপস্থাপন করেন।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ১০৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১ হাজার ৪৩৯টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো তিন লাখ ২০ হাজার ৩৬৯টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার উপস্থিতি পাওয়া গেছে আরও দুই হাজার ৩৮১ জনের দেহে। ফলে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৫৩৪ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ২২ জনের। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭২ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৮১৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৫৯৭ জনে।
মৃত ৪০ জনের বয়স:
২১ থেকে ৩০ বছর বয়সী: ১ জন।
৪১ থেকে ৫০ বছর বয়সী: ৮ জন।
৫১ থেকে ৬০ বছর বয়সী: ৪ জন।
৬১ থেকে ৭০ বছর বয়সী: ৭ জন।
৮১ থেকে ৯০ বছর বয়স: ২ জন।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
মোট আক্রান্ত: ৪৯ হাজার ৫৩৪ জন।
মারা গেছেন: ৬৭২ জন।
মোট সুস্থ: ১০ হাজার ৫৯৭ জন।
মোট নমুনা পরীক্ষা: ৩ লক্ষ ২০ হাজার ৩৬৯টি।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৬২ লাখ ৬৮ হাজার ২৫ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৮ লাখ ৪৮ হাজার ৪৫৫ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ৩ লাখ ৭৩ হাজার ৯৭২ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:
যুক্তরাষ্ট্র: ১ লাখ ৬ হাজার ১৯৫ জন।
যুক্তরাজ্য: ৩৮ হাজার ৪৮৯ জন।
ইতালি: ৩৩ হাজার ৪১৫ জন।
ব্রাজিল: ২৯ হাজার ৩৪১ জন।
ফ্রান্স: ২৮ হাজার ৮০২ জন।
স্পেন: ২৭ হাজার ১২৭ জন।
মেক্সিকো: ৯ হাজার ৯৩০ জন।
বেলজিয়াম: ৯ হাজার ৪৬৭ জন।
জার্মানি: ৮ হাজার ৬০৫ জন।
ইরান: ৭ হাজার ৭৯৭ জন।