আর্ন এন্ড লিভ ফাউন্ডেশনের আয়োজনে সেলাই মেশিন ও অটোরিকশা পেলো অসহায় পরিবার
- আপডেট সময় : ০৩:৩৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
বেগমগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক আর্ন এন্ড লিভ স্বাবলম্বী প্রজেক্ট এর মাধ্যমে অসহায় পরিবারের মাঝে ব্যাটারি চালিত অটোরিকশা এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আর্ন এন্ড লিভ নোয়াখালী শাখার আয়োজনে বেগমগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে আর্ন এন্ড লিভ এর প্রতিষ্ঠাতা পরিচালক ও সার্বিক ব্যবস্থাপনায় ফরিদা ইয়াসমিন জেসি দুই জন অসহায় পরিবারকে আর্থিক স্বচ্ছলতার জন্য ২টি সেলাই মেশিন ও একজন প্রতিবন্ধী মানুষকে একটি অটোরিকশা প্রদান করেন।
মোহাম্মদ হাসানের উপস্থাপনায় বাংলা টিভির নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ। বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান আবিদা সুলতানা উর্মি, বেগমগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রোকৌশলী কর্মকর্তা মো. হাফিজুল হক।
অতিথিরা তাদের বক্তব্যে বলে, এমন কার্যক্রমকে স্বাগত জানিয়ে এইসব সামাজিক কাজ মানুষের জন্য করার আহবান জানান। তাই আমাদেরকে বেশি বেশি সাহায্য সহয়তা মূলক কাজ করতে হবে। অসহায় মানুষের কল্যাণে কাজ করতে হবে। যার যার নিজ অবস্থান থেকে গরীব সু:খী পাশে দাড়াতে হবে।
এই সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের নির্বাহী সদস্য ইন্জিনিয়ার আবু ফয়সাল। নোয়াখালী জেলা টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া। পারি ফাউন্ডেশনের প্রতিনিধি নুর মোহাম্মদ মনু, মো. ইকবাল হোসেন, এছাড়াও উপজেলার বিভিন্ন সংগঠনের সদস্য সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ আরো অনেকে।