চাটখিলে এমপি ইব্রাহিমের পূজা মন্ডপ পরিদর্শন ও নগদ অর্থ প্রদান
- আপডেট সময় : ০৫:২২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ ১২ বার পড়া হয়েছে
চাটখিল প্রতিনিধি:
নোয়াখালী -১ আসনের এমপি ইব্রাহিম চাটখিল সোনাইমুড়ীর দুই উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে প্রতিটি পূজা মন্ডপের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের হাতে নিজের ব্যক্তিগত ফান্ড থেকে ২০ হাজার টাকা করে ২২টি পূজা মন্ডপে ৪ লক্ষ ৪৫ হাজার টাকা নগদ অর্থ অনুদান প্রদান করেন। এসময় তিনি বললেন বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে। আর সেটা বাস্তবায়নের জন্য শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক নাজমুল হুদা শাকিল, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আ ফ ম বাবুল বাবু, জেলা পরিষদ সদস্য ভিপি বাহার, চাটখিল থানার ওসি ইমদাদুল হক, সোনাইমুড়ী থানার ওসি মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ।