সংবাদ শিরোনাম ::
হাতিয়ায় ১৮ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
হাতিয়া প্রতিনিধি:
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে ১৮ মামলার এক আসামিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ তার কাছ থেকে ২২ পিস ইয়াবা জব্দ করে।
গ্রেফতার মো. জহির (৩০) উপজেলার হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের পাঁচবিঘা গ্রামের মুক্তার মিস্ত্রীর ছেলে।
বুধবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের চরকৈলাশ তাহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চরকৈলাশ তাহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। ওই সময় ২২ পিস ই্য়াবাসহ ১৮ মামলার আসামি জহিরকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরের দিকে আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।