ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

নোয়াখালীর শিবপুর দরবার শরিফের ১১৮তম বাৎসরিক ওরস সমাপ্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাসেদ বিল্লাহ চিশতীঃ

 

নোয়াখালী সুধারাম থানার শিবপুর দরবার শরিফে প্রতি বৎসরের ন্যায় এবারও শাহেন শাহে গাউসুল আজম, হাজত রেওয়া, মুশকিল কোশা, ছ্যাইয়্যেদেনা, মোর্শেদেনা, হযরত শাহ্ সূফি মাওলানা সৈয়দ আবদুল আজিজ হক শিবপুরী কেবলা (রহ.)’র প্রতিষ্ঠিত মহান ২০ মাঘ ৩ দিন ব্যাপী ১১৮তম বাৎসরিক ওরস শরীফ মঙ্গলবার সকালে আখেরি মুনাজাত শেষে তবারক বিতরণের মধ্যদিয়ে সমাপ্ত হয়েছে।

 

(৩, ৪ ও ৫ ফেব্রুয়ারী) শনি, রবি ও সোমবার তিন দিন ব্যাপী বাৎসরিক পবিত্র ওরস শরিফে কর্মসূচির মধ্যে ছিল কোরানখানী পাঠ, নাতে রাসুলে (দঃ) পেশ, দুরুদ শরীফ, মিলাদ শরীফ, হামদ, নাত পাঠ, জিকির, শানে ছেমা কাওয়ালী মাহফিল, প্রিয় নবী (দঃ) ও ওলি-আল্লাহগনের জীবনি আলোচনাসহ ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে।

 

বাৎসরিক ওরস শরীফকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে ওলি প্রেমিক ভক্তরা শিবপুর দরবার শরীফের ৩ দিন ব্যাপী বার্ষিক পবিত্র ওরস শরিফের অংশ গ্রহণ করেছেন। গত ২ ফেব্রুয়ারী, ১৯ মাঘ শনিবার রাত ১২.১ মিনিটে সুলতানুল আউলিয়া শাহ আবদুল আজিজ শিবপুরি (রহ.) রওজা শরীফে গিলাফ প্রদানের মাধ্যমে পবিত্র ওরস শরিফের আনুষ্ঠানিকতা শুরু হয়। বাৎসরিক ওরস শরীফকে কেন্দ্র করে শীতকালীন মৌসুমি মেলা হয়ে থাকে। ৩দিন ব্যাপী বাৎসরিক পবিত্র ওরস শরিফ উদযাপন শেষে ২৩ মাঘ, ৬ ফেব্রুয়ারী শনিবার বাদ ফজর আখেরী মুনাজাত সমাপ্তি শেষে আগত সর্বমহলের মাঝে পুনরায় তোবারক বিতরণ করা হয়েছে। ওরসে আসা সর্বস্তরের ভক্তদের মাঝে আল সূফী বার্তা প্রকাশনা পরিষদ থেকে ২০২৪ইং সালের নতুন ক্যালান্ডার বিতরণ করা হয়েছে।

 

শিবপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা সুলতানুল আউলিয়া শাহ আবদুল আজিজ হক শিবপুরি (রহ.) মহান ২০ মাঘ শিবপুর দরবার শরিফের আশেক ভক্তের আধ্যাত্মিক উৎসব পবিত্র ওরস শরিফ উদযাপন প্রবর্তন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীর শিবপুর দরবার শরিফের ১১৮তম বাৎসরিক ওরস সমাপ্ত

আপডেট সময় : ০৯:৫১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪

রাসেদ বিল্লাহ চিশতীঃ

 

নোয়াখালী সুধারাম থানার শিবপুর দরবার শরিফে প্রতি বৎসরের ন্যায় এবারও শাহেন শাহে গাউসুল আজম, হাজত রেওয়া, মুশকিল কোশা, ছ্যাইয়্যেদেনা, মোর্শেদেনা, হযরত শাহ্ সূফি মাওলানা সৈয়দ আবদুল আজিজ হক শিবপুরী কেবলা (রহ.)’র প্রতিষ্ঠিত মহান ২০ মাঘ ৩ দিন ব্যাপী ১১৮তম বাৎসরিক ওরস শরীফ মঙ্গলবার সকালে আখেরি মুনাজাত শেষে তবারক বিতরণের মধ্যদিয়ে সমাপ্ত হয়েছে।

 

(৩, ৪ ও ৫ ফেব্রুয়ারী) শনি, রবি ও সোমবার তিন দিন ব্যাপী বাৎসরিক পবিত্র ওরস শরিফে কর্মসূচির মধ্যে ছিল কোরানখানী পাঠ, নাতে রাসুলে (দঃ) পেশ, দুরুদ শরীফ, মিলাদ শরীফ, হামদ, নাত পাঠ, জিকির, শানে ছেমা কাওয়ালী মাহফিল, প্রিয় নবী (দঃ) ও ওলি-আল্লাহগনের জীবনি আলোচনাসহ ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে।

 

বাৎসরিক ওরস শরীফকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে ওলি প্রেমিক ভক্তরা শিবপুর দরবার শরীফের ৩ দিন ব্যাপী বার্ষিক পবিত্র ওরস শরিফের অংশ গ্রহণ করেছেন। গত ২ ফেব্রুয়ারী, ১৯ মাঘ শনিবার রাত ১২.১ মিনিটে সুলতানুল আউলিয়া শাহ আবদুল আজিজ শিবপুরি (রহ.) রওজা শরীফে গিলাফ প্রদানের মাধ্যমে পবিত্র ওরস শরিফের আনুষ্ঠানিকতা শুরু হয়। বাৎসরিক ওরস শরীফকে কেন্দ্র করে শীতকালীন মৌসুমি মেলা হয়ে থাকে। ৩দিন ব্যাপী বাৎসরিক পবিত্র ওরস শরিফ উদযাপন শেষে ২৩ মাঘ, ৬ ফেব্রুয়ারী শনিবার বাদ ফজর আখেরী মুনাজাত সমাপ্তি শেষে আগত সর্বমহলের মাঝে পুনরায় তোবারক বিতরণ করা হয়েছে। ওরসে আসা সর্বস্তরের ভক্তদের মাঝে আল সূফী বার্তা প্রকাশনা পরিষদ থেকে ২০২৪ইং সালের নতুন ক্যালান্ডার বিতরণ করা হয়েছে।

 

শিবপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা সুলতানুল আউলিয়া শাহ আবদুল আজিজ হক শিবপুরি (রহ.) মহান ২০ মাঘ শিবপুর দরবার শরিফের আশেক ভক্তের আধ্যাত্মিক উৎসব পবিত্র ওরস শরিফ উদযাপন প্রবর্তন করেন।