করোনা ভাইরাসের বিশ্বজুড়ে মোট আক্রান্ত ৬৩ লাখ ছাড়িয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২ জুন, ২০২০

ডেস্ক::

বিশ্বজুড়ে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মারা গেছে ৩ হাজার ৫৬ জন। এখন পর্যন্ত মোট প্রানহানি ৩ লাখ ৭৭ হাজার।ভাইরাসে নতুন আক্রান্ত হয়েছে এক লাখ ৩ হাজার মানুষ। আর নতুন সুস্থ হয়েছেন ৫৫ হাজারের বেশি।মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৩ লাখ ৬১ হাজার।

তবে বিশেষজ্ঞরা বলেছেন স্বস্তির বিষয় হলো, সব দেশেই তুলনামূলকভাবে কমে এসেছে মৃত্যুহার। যুক্তরাষ্ট্রে প্রায় এক সপ্তাহ পর হাজারের নীচে নেমেছে মৃতের সংখ্যা। চিকিৎসকদের শঙ্কা, যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদ বিরোধী বিক্ষোভের কারণে আরও ছড়িয়ে পড়বে করোনা ভাইরাস।

নতুন করোনাভাইরাস ‘শক্তি হারাচ্ছে’ বলে ইতালির এক জ্যেষ্ঠ চিকিৎসকের দাবির পেছনে সহায়ক কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে, নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৭০৯ জনের। আর, ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২,৯১১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২,৪৪৫ জনে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০