কবিরহাটে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:১৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
“প্রাণি সম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নোয়াখালীর কবিরহাট উপজেলায় প্রাণিসম্পদ অধিদপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় কেন্দ্রীয় ভাবে সম্প্রচারিত উদ্বোধনী প্রোগ্রামের মাধ্যমে কবিরহাট উপজেলা পরিষদ চত্ত্বরে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত হয়।
এর পর বেলা ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সরোওয়ার উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো: আমির হোসেন এর সঞ্চলনায় উক্ত প্রদর্শনী প্যান্ডেলে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুন নাহার শিউলী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) কাজী তোবারক হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ প্রমূখ।
এসময় আলোচনা সভায় বিভিন্ন এলাকা থেকে আগত খামারিবৃন্দ’সহ অন্যান্য দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রদর্শনী পরিদর্শন করেন প্রধান অতিথি ও অন্যান্য দর্শনার্থীরা। মেলায় প্রধান আকর্ষণ ছিল, তাহেরা পোল্ট্রির সৌজন্যে সুলভ মূল্যে ডিম বিক্রি।
এছাড়াও গবাদিপশুর মধ্যে উল্লেখযোগ্য ছিল, ফ্রিজিয়ান গাভী, ষাড়, দেশি গরু, ছাগল, পোষা পাখি, রাজহাঁস, মুরগী ও অন্যান্য স্টেইকহোল্ডারগণ।