সংবাদ শিরোনাম ::
চাটখিলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০ ৩৭০ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলায় পানিতে ডুবে মো. রাফসান হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চাটখিল পৌরসভার দশআনি টগবা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রাফসান হোসেন ওই এলাকার রিকশা চালক বাকের হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা বাকের হোসেন তার পরিবার নিয়ে চাটখিল পৌরসভার দশআনি টগবা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার সকালের কোন একসময় পরিবারের লোকজনের অজান্তে বাসার পাশের একটি পুকুরের মধ্যে পড়ে যায় তার ছেলে রাফসান। বিভিন্ন স্থানে খোজাখুঁজি করে তার কোন সন্ধান না পেয়ে পুকুর পাড়ে গিয়ে ভাসমান অবস্থায় রাফসানকে দেখতে পেয়ে উদ্ধার করে। পরে তাকে দ্রুত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে হাসপাতালের আরএমও ডা. শহিদুল ইসলাম নয়ন তাকে মৃত ঘোষণা করেন।