কবিরহাট পৌরসভার উপনির্বাচনে ১৭১ ভোটের ব্যাবধানে তিনবারের প্রার্থীর জয়
- আপডেট সময় : ০৯:৫৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর কবিরহাট পৌরসভার উপনির্বাচন ৩য় বারের মত ভোট করে ১৭১ ভোটের ব্যাবধানে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান সুমন।
দীর্ঘ ২৪ মাস পর অনুষ্ঠিত হওয়া কবিরহাট পৌরসভার উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইভিএম পদ্ধতিতে রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ কার্যক্রম। — এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২১০৭ যারমধ্যে ভোট প্রদান করেছেন ১২২৩ ভোটার। যার পার্সেন্ট হিসেবে ভোট পড়েছে ৫৮ পার্সেন্ট।
উল্লেখ্য গত ২০২১ সালের ২০ শে সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনের ৬ মাসের ব্যাবধানে মৃত্যু বরণ করেন ২নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর জাহাঙ্গীর আলম। — পরবর্তীতে অনেক প্রতীক্ষার পর এই ওয়ার্ডে পুনরায় নির্বাচন সম্পূর্ণ করা হয়েছে।
বিষয়টি নিচ্ছিত করেন কবিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল ও কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মোঃ আমির হোসেন। — এই দুই কর্মকর্তা জানান, সকাল থেকে খুবই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম সম্পুর্ন হয়েছে। যারমধ্যে প্রায় ৫৮% ভোটার নিজেদের ভোট প্রদান করেছেন।