কবিরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ ২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী
- আপডেট সময় : ০৯:৫০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ২০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে ও কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কবিরহাট, নোয়াখালীর আয়োজনে রবিবার (১৯মে) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দেবনাথের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাট আই এইচটির পরিচালক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আমির হোসেন, মৎস্য কর্মকর্তা মাসুমা জাহান, কৃষি কর্মকর্তা শামস এ আরেফিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনসারুল ইসলাম প্রমূখ।
এসময় উপস্থিত অতিথিরা জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টিগত বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন এবং পুষ্টি বিষয়ক বিভিন্ন মতামত তুলে ধরেন।
পরে পুষ্টি সপ্তাহ উপলক্ষে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজিত স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মাঝে পুষ্টি বিষয় কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।