সংবাদ শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর চট্টগ্রামের বাড়িতে হামলা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:০৬:০২ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চট্টগ্রামের বাড়িতে হামলা চালানো হয়েছে। শনিবার সন্ধ্যায় আন্দোলনকারীদের মিছিল থেকে এ হামলা চালানো হয়।
জানা গেছে, মিছিলটি নগরের দুই নম্বর গেট এলাকায় পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই শিক্ষামন্ত্রীর চশমা হিলের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির দোতলার জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরে হামলাকারীরা গেট ভেঙে ঢুকে নিচে রাখা গাড়িও ভাঙচুর করে।
চট্টগ্রাম নগর পুলিশের এডিসি (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, আমরা ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।