সরকারি চাকুরী জীবিদের নমুনা সংগ্রহ ও চিকিৎসা ফুলবাড়িয়া হাসপাতালে
- আপডেট সময় : ০৭:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০ ৩২৬ বার পড়া হয়েছে
প্রতিবেদক:
ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতালে ঢাকায় করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এ আক্রান্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নমুনা সংগ্রহ, নমুনা পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এজন্য হাসপাতালটিতে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে বলে বৃহস্পতিবার (০৪ জুন) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। হাসপাতালটিতে সংযুক্ত জনপ্রশাসনের উপসচিব মো. দিদারুল ইসলাম (মোবাইল: ০১৪০৪৪৩০৮১৮, ০১৮১৮০৩৩০১৭) নমুনা সংগ্রহ ও পরীক্ষার সমন্বয় করছেন।
কন্ট্রোল রুমে (০১৪০৪৪৩০৮১০, ই-মেইল: skhcovid19contro@gmail.com) এবং দায়িত্বরত চিকিৎসক নাজনীন জামান (০১৯১১৩৯৯৭৯৩), হাসিবুল ইসলাম (০১৭২১১৯২৯৯৩), ফারহানা সুলতানা (০১৭৪৮৬৪২৩৩৬) এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এছাড়াও বিশেষ প্রয়োজনে হাসপাতালের পরিচালক ও অতিরিক্ত সচিব মুহ. মাহবুবর রহমানের (মোবাইল: ০১৭১৫৬৩৫৯০৫) সঙ্গে যোগাযোগ করা যাবে।