কবিরহাটে যতাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
- আপডেট সময় : ০৯:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে
সারা দেশের ন্যায় কবিরহাট উপজেলায় যতাযথ মর্যাদায় ১৬ ডিসেম্বর ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কবিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যদয়ের সাথে সাথে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পন করেন, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
অপর দিকে ৫৪তম মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলীর আয়োজন করেন কবিরহাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ উপলক্ষে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক র্যালি বের হয়ে কবিরহাট বাজার প্রদক্ষিণ শেষে কবিরহাট কেন্দ্রী শহীদ মিনারে গিয়ে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে র্যালিটি শেষ হয়। এসময় র্যালিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার বিএসসি, কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদ্দা চৌধুরী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা বিএনপির সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, পৌর বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আরাফাতের রহমান হাচান, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আব্দুল বাছেদ হিরণ, উপজেলা সেচ্চাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব নাজিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহসিন রিয়াজ, সদস্য সচিব ইয়াছিন ফরহাদ সহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক শান্তিপূর্ণ র্যালি করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কবিরহাট উপজেলা শাখা। র্যালিটি কবিরহাট কেজি স্কুল থেকে বেরিয়ে বাজার প্রদক্ষিণ শেষে কবিরহাট বড় মসজিদ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন কবিরহাট উপজেলা সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিতি বক্তব্য রাখেন, নোয়াখালী ৫ আসনে জামায়েত ইসলামির সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কবিরহাট পৌরসভার সভাপতি মাওঃ ফজলুল্লাহ, আবুল বাশার, নুর আহমেদ, আব্দুল্যাহ আল মামুন, ওয়ালী উল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে বেলা ১১ঘটিকায় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরওয়ার উদ্দিনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিগার সুলতানা, কবিরহাট থানার অফিসার ইনচার্জ মো. শাহীন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং অন্যান্য নেতৃবৃন্দ।