সংবাদ শিরোনাম ::
পাড়ে জুতা পুকুরে যুবকের লাশ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০ ৩৪১ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন থেকে নিখোঁজের একদিন পর রুবেল হোসেন মায়া নামের এক যুবকের মৃত দেহ উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা।
সোমবার বিকালে উপজেলার নোয়াখলা গ্রামের আবু সুফিয়ানের বাড়ীর একটি পুুুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম রুবেল হোসেন মায়া (২৩)। তিনি নোয়াখলা গ্রামের মৃত সৈয়দ আহাম্মেদ পাইক ও ছালেহা বেগমের ছেলে।
চাটখিল উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সাইদুল ইসলাম নিহত যুবকের পরিবারের বরাত দিয়ে বলেন, মৃত রুবেল হোসেন ওরপে মায়া রবিবার দুপুরে নোয়াখলা গ্রামের আবু সুফিয়ানের বাড়ীর পুকুরে কচুরী পানা পরিস্কার করতে নামে। পুকুর গভীর হওয়ায় এবং সে সাতার না জানার কারনে সে পানিতে ডুবে যায়। রবিবার সন্ধ্যায় মায়া বাড়ীতে না ফেরায় তার পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করে কোথাও সন্ধান পায়নি। সোমবার দুপুরে ওই পুকুর পাড়ে এক জোড়া স্যান্ডেল জুতা পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয়। এরপর চাটখিল ফায়ার সার্ভিস ষ্টেশনে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ষ্টেশন অফিসার একদল ডুবুরী নিয়ে পুকুর থেকে সোমবার বিকাল সাড়ে তিন টার সময় মায়ার মৃত দেহ উদ্ধার করে।
চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া বলেন, নিহত যুবক বাকপ্রতিবন্ধি ছিল। সে আবু সুফিয়ানের বাড়ীর পুকুরে কচুরী পানা পরিস্কার করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে এ মৃত্যু নিয়ে কোন অভিযোগ না থাকায় সোমবার বিকাল ৪টার দিকে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।