সংবাদ শিরোনাম ::
কোম্পানীগঞ্জে দণ্ডপ্রাপ্ত ছাত্রলীগ নেতা বহিষ্কার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০ ৭৭৭ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ওয়াসিমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। এরআগে ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ আটক হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এ নেতাকে।
রবিবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন মুন্না ও সাধারণ সম্পাদক শহা ফরহাদ লিংকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না বহিষ্কারের বিষয়টি নিশ্চিত বরে বলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ওয়াসিম সংগঠন বহির্ভূত কাজে লিপ্ত হওয়ায় এবং দলের শৃঙ্খলা ভঙ্গ করায় উপজেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।