সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে পুলিশ’সহ আক্রান্ত আরও ৩৬
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০ ৩৯২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
গত ২৪ঘন্টায় নোয়াখালীতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৬জন। যাদের মধ্যে পুলিশ সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৩৭৬জন।
সোমবার বিকালে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নতুন শনাক্তদের মধ্যে সদরে ৮, বেগমগঞ্জে ১৫, কোম্পানীগঞ্জে ১০, কবিরহাটে ২ ও সুবর্নচর উপজেলায় ১জন রোগী রয়েছে। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ৪০২ ও আইসোলেশনে রয়েছেন ৯৩৮জন রোগী।
কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফজলুল হক বাকের অপু জানান, গত ২৪ ঘন্টায় এ উপজেলায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলা মোট আক্রান্ত ৯৮জন।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসীম কুমার দাস জানান, নতুন শনাক্ত ১৫জনের মধ্যে ব্যাংকার, প্রবাসী, চাকরীজীবি ও কৃষক রয়েছেন।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সেলিম জানান, গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১০ জনের মধ্যে ২ জন পুলিশ ও একজন স্বাস্থ্যকর্মী রয়েছে।