করোনাতাংকের মধ্যেই ভেনেজুয়েলার জেলে সংঘর্ষ, নিহত ৪

Avatar
GK4Ml0fLbC
আপডেটঃ : রবিবার, ৩ মে, ২০২০

পৃথিবীতে চলছে করোনাতাংক। এর মধ্যেই ভেনেজুয়েলায় একটি জেলে তুমুল সংঘর্ষের জেরে কমপক্ষে ৪৬ জন বন্দি নিহত হয়েছেন। ভেনেজুয়েলার পোর্টটুগেসা রাজ্যের কারাগারে ওই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, জেলবন্দি ও কারারক্ষীদের মধ্যে সংঘর্ষের জেরে আরও ৬০ জন আহত হয়েছেন।

ভেনেজুয়েলার এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, হঠাৎই বন্দি ও কারারক্ষীদের মধ্যে তুমুল গন্ডগোল শুরু হয়। মুহূর্তে সেই গন্ডগোল রূপ নেয় সংঘর্ষের। এমনকী সংঘর্ষ চলাকালীন জেলের মধ্যে বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে। কারারক্ষীদের ঘিরে ধরে বন্দিরা হামলা শুরু করে। পাল্টা প্রতিরোধ গড়তে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

কারাগারের বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী সংঘর্ষে নিহত ও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পোর্টটুগেসা রাজ্যের আকারিগুয়া নামের ওই কারাগারে আড়াইশো বন্দি থাকতে পারেন। কিন্তু অন্য জায়গায় বন্দিদের রাখার ব্যবস্থা করতে না পেরে একসঙ্গে গাদাগাদি করে আকারিগুয়ার ওই জেলে প্রায় সাড়ে পাঁচশো বন্দিকে রাখা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০