সংবাদ শিরোনাম ::
বেগমগঞ্জে দুপুরে পজিটিভ বিকালে গৃহবধূর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০ ২৭৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মিলন ঘোষ (৮০) নামের আরও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এনিয়ে উপজেলায় মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২১জন। মোট আক্রান্ত ৬০৮ আর সুস্থ্য হয়েছেন ২৪৭জন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার দাস।
তিনি বলেন, অসুস্থ্যতা বোধ করায় গত ১৬জুন চৌমুহনী পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মিলন ঘোষ ও তার স্বামীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে নমুনা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করার পর ২৪জুন বুধবার দুপুরে রিপোর্টের ফলাফল আসে। ফলাফলে স্বামী স্ত্রী দু’জনের করোনা পজিটিভ আসে। ওইদিন বিকাল ৫টার দিকে নিজ বাড়ীতে মারা যান তিনি।
এ কর্মকর্তা আরও জানান, মৃত গৃহবধূর বাড়ী লকডাউন করা হয়েছে। উনার স্বামী নিজ বাড়ীতে হোম আইসোলেশনে রয়েছেন।