সংবাদ শিরোনাম ::
রায়পুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:২০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০ ৩৬৮ বার পড়া হয়েছে
ডেস্কঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মারা গেছে। তারা একে অপরে চাচাতো ভাই- বোন।
শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হচ্ছে, সাইয়্যেদ মুফতি তাহের জাবেরীর মেয়ে ছয় বছরের মেয়ে আরিয়া আক্তার ও সাইয়্যেদ ফয়সালের সাত বছরের ছেলে ফাইয়াজ হোসেন।
মৃতদের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঘর থেকে দুই শিশু বের হয়ে আর ফিরেনি। তাদের খোঁজ না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পুকুরে দুই শিশুর লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।