সংবাদ শিরোনাম ::
প্রচ্ছদ /
এক্সক্লুসিভ, কবিরহাট, কোম্পানীগঞ্জ, চাটখিল, নোয়াখালী, নোয়াখালী সদর, বেগমগঞ্জ, সুবর্ণচর, সেনবাগ, সোনাইমুড়ি, স্বাস্থ্য ও চিকিৎসা, হাতিয়া
নোয়াখালীতে নতুন ৬৬সহ মোট আক্রান্ত ১৯৭১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০ ৩২৭ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
গত ২৪ ঘন্টায় নোয়াখালীতে ৬৬জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুলিশ সদস্য, ব্যাংক কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯৭১জন।
শনিবার সকালে এ তথ্যগুলো নিশ্চিত করেছেন, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ঘন্টায় সদরে ১১, সুবর্ণচরে ১৯, হাতিয়ায় ১, বেগমগঞ্জে ১৩, সোনাইমুড়ীতে ১, চাটখিলে ৯, সেনবাগে ৩, কোম্পানীগঞ্জে ৯ ও কবিরহাট উপজেলায় ১জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত ১৯৭১, যার মধ্যে সুস্থ্য হয়েছেন ৮১৩ ও আইসোলেশনে রয়েছেন ১১১৬জন। কোভিড হাসপাতাল শহীদ ভ‚লু স্টেডিয়ামে ভর্তি আছেন ৩৯জন।
সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শায়েলা সুলতানা ঝুমা বলেন, উপজেলায় নতুন করে আক্রান্তদের মধ্যে ৯জন পুলিশ সদস্য, দুইজন ব্যাংক কর্মকর্তা ও দুইজন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। আক্রান্তদের শারীরিক অবস্থার প্রেক্ষিতে আইসোলেশনের ব্যবস্থা করা হবে।