বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৪ মে, ২০২০

এনকে বার্তা আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে আজ সোমবার ৩৫ লাখ ছাড়িয়ে গেছে। এসব সংক্রমনের প্রায় তিন-চতুর্থাংশই ঘটেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি একথা জানায়।

খবরে বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৫ লাখ ৫১৭ জনে এবং মৃতের সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৮৯৩ জনে দাঁড়িয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহাদেশ ইউরোপের বিভিন্ন দেশে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ এবং মৃতের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ছাড়িয়ে গেছে।

মহামারি করোনাভাইরাস সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া দেশ যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ লাখ এবং মৃতের সংখ্যা বেড়ে ৬৭ হাজার ছাড়িয়ে গেছে।

করোনায় আক্রান্তের এ সংখ্যা প্রকৃত আক্রান্তের সংখ্যার তুলনায় অনেক কম বলে ধারণা করা হচ্ছে, কারণ বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১