এনকে বার্তা আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে আজ সোমবার ৩৫ লাখ ছাড়িয়ে গেছে। এসব সংক্রমনের প্রায় তিন-চতুর্থাংশই ঘটেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি একথা জানায়।
খবরে বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৫ লাখ ৫১৭ জনে এবং মৃতের সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৮৯৩ জনে দাঁড়িয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহাদেশ ইউরোপের বিভিন্ন দেশে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ এবং মৃতের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ছাড়িয়ে গেছে।
মহামারি করোনাভাইরাস সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া দেশ যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ লাখ এবং মৃতের সংখ্যা বেড়ে ৬৭ হাজার ছাড়িয়ে গেছে।
করোনায় আক্রান্তের এ সংখ্যা প্রকৃত আক্রান্তের সংখ্যার তুলনায় অনেক কম বলে ধারণা করা হচ্ছে, কারণ বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে।