সুবর্ণচরে ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রর্দশনী ও মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০ ১১৪৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি::
নোয়াখালীর সুবর্ণচরে প্রাণি সম্পদ অধিদপ্তরের আয়োজনে দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের প্রদর্শনী, মেলা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সুবর্ণচর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: তাছলিমা ফেরদৌসী’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসান ইভেন, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শহিদুল আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম।
এসময় দুজন সফল ছাগলের খামারীকে পুরস্কৃত করা হয়। এছাড়াও খামারীদের ছাগলের বাচ্চার জন্য দুধ,ঔষধ ও যন্ত্রপাতি বিতরণ, এলডিডিপি প্রকল্পের আওতায় ৭জন মাঠকর্মীকে সাইকেল প্রদান, এনএটিপি প্রকল্পের আওতায় প্রিলেট ২টা, মিকচার ১টা, অটোভ্যান ২টা, ঘর মেরামত, ব্ল্যাক ব্যাঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় একজন বাককিপারকে ঘর প্রদানসহ ২ জন সিজিএফ খামারীকে ঘর প্রদান এবং মিল্ক রিপ্লেসার ভিটামিন মিনারেল ক্রিমিনাশক টিকা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।