ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

খুলনায় সন্ত্রাসীদের গু‌লিতে নিহত ২, গুলিবিদ্ধ ৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০ ১০৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ

খুলনায় সন্ত্রাসীদের এলোপাতা‌ড়ি গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন গু‌লি‌বিদ্ধ হয়েছেন। আহত‌দের খুলনা মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। তা‌দের ম‌ধ্যে দুজ‌নের অবস্থা আশঙ্কাজনক ব‌লে চি‌কিৎসকরা জা‌নি‌য়ে‌ছেন।

বৃহস্প‌তিবার রাত সা‌ড়ে ৮টার দি‌কে নগরীর খানজাহান আলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হ‌লেন- খানজাহান আলী থানার মশিয়ালী গ্রা‌মের ইউনুস শে‌খের ছে‌লে গোলাম রসুল শেখ (৩০) ও মৃত বা‌রিক শেখের ছে‌লে নজরুল শেখ ওর‌ফে নজু ফ‌কির (৫৫)।

গুলিবিদ্ধরা হচ্ছেন, খানজাহান আলী থানা‌র ম‌শিয়ালী গ্রা‌মের মৃত শ‌রিয়ত উল্লাহ ‌শে‌খের ছে‌লে আফসার শেখ (৬৫), রজব আলী শেখের ছে‌লে ইব্রা‌হিম শেখ (২৬), নজরুল শে‌খের ছে‌লে জু‌য়েল শেখ (৩৫), মৃত আলকাস শে‌খের ছে‌লে রানা শেখ (২২), আফসার শে‌খের ছে‌লে র‌বি শেখ (৪০), আকরাম শে‌খের ছেলে শামীম শেখ (২৫), সাইদুল শে‌খের ছে‌লে সাইফুল ইসলাম (২৭)। হতাহতরা সবাই একই বংশের লোক।

হতাহতদের স্বজনরা জানান, সন্ধ্যায় বাড়ির পাশে গু‌লি রে‌খে ম‌জিবার শেখ নামে একজন‌কে পু‌লিশে ধ‌রি‌য়ে দেয় প্রতিপক্ষরা। ওই ঘটনার জের ধ‌রে রাত সা‌ড়ে ৮টার দিকে তর্ক-বিত‌র্কের একপর্যা‌য়ে হাতাহা‌তির ঘটনা ঘ‌টে। এসময় প্রতিপক্ষ ওই এলাকার জাফ‌রিন শেখ, জাকা‌রিয়া শেখ, মিল্টন শেখের নেতৃ‌ত্বে সন্ত্রাসীরা গু‌লি চালায়। ঘটনাস্থ‌লেই দুজন নিহত হয়। আহত‌ সাতজনকে উদ্ধার ক‌রে খু‌মেক হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।

খানজাহান আলী থানার ওসি শ‌ফিকুল ইসলাম জানান, দুই প‌ক্ষের ম‌ধ্যে সংঘর্ষের খবর পে‌য়ে পু‌লিশ গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। হতাহতদের হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। ঘটনায় জ‌ড়িত‌দের গ্রেপ্তারে অ‌ভিযান চল‌ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খুলনায় সন্ত্রাসীদের গু‌লিতে নিহত ২, গুলিবিদ্ধ ৭

আপডেট সময় : ১২:০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০

অনলাইন ডেস্কঃ

খুলনায় সন্ত্রাসীদের এলোপাতা‌ড়ি গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন গু‌লি‌বিদ্ধ হয়েছেন। আহত‌দের খুলনা মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। তা‌দের ম‌ধ্যে দুজ‌নের অবস্থা আশঙ্কাজনক ব‌লে চি‌কিৎসকরা জা‌নি‌য়ে‌ছেন।

বৃহস্প‌তিবার রাত সা‌ড়ে ৮টার দি‌কে নগরীর খানজাহান আলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হ‌লেন- খানজাহান আলী থানার মশিয়ালী গ্রা‌মের ইউনুস শে‌খের ছে‌লে গোলাম রসুল শেখ (৩০) ও মৃত বা‌রিক শেখের ছে‌লে নজরুল শেখ ওর‌ফে নজু ফ‌কির (৫৫)।

গুলিবিদ্ধরা হচ্ছেন, খানজাহান আলী থানা‌র ম‌শিয়ালী গ্রা‌মের মৃত শ‌রিয়ত উল্লাহ ‌শে‌খের ছে‌লে আফসার শেখ (৬৫), রজব আলী শেখের ছে‌লে ইব্রা‌হিম শেখ (২৬), নজরুল শে‌খের ছে‌লে জু‌য়েল শেখ (৩৫), মৃত আলকাস শে‌খের ছে‌লে রানা শেখ (২২), আফসার শে‌খের ছে‌লে র‌বি শেখ (৪০), আকরাম শে‌খের ছেলে শামীম শেখ (২৫), সাইদুল শে‌খের ছে‌লে সাইফুল ইসলাম (২৭)। হতাহতরা সবাই একই বংশের লোক।

হতাহতদের স্বজনরা জানান, সন্ধ্যায় বাড়ির পাশে গু‌লি রে‌খে ম‌জিবার শেখ নামে একজন‌কে পু‌লিশে ধ‌রি‌য়ে দেয় প্রতিপক্ষরা। ওই ঘটনার জের ধ‌রে রাত সা‌ড়ে ৮টার দিকে তর্ক-বিত‌র্কের একপর্যা‌য়ে হাতাহা‌তির ঘটনা ঘ‌টে। এসময় প্রতিপক্ষ ওই এলাকার জাফ‌রিন শেখ, জাকা‌রিয়া শেখ, মিল্টন শেখের নেতৃ‌ত্বে সন্ত্রাসীরা গু‌লি চালায়। ঘটনাস্থ‌লেই দুজন নিহত হয়। আহত‌ সাতজনকে উদ্ধার ক‌রে খু‌মেক হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।

খানজাহান আলী থানার ওসি শ‌ফিকুল ইসলাম জানান, দুই প‌ক্ষের ম‌ধ্যে সংঘর্ষের খবর পে‌য়ে পু‌লিশ গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। হতাহতদের হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। ঘটনায় জ‌ড়িত‌দের গ্রেপ্তারে অ‌ভিযান চল‌ছে।