নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ আটক ২
- আপডেট সময় : ০৮:৪০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০ ১১৯০ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) চোরাই মোটরসাইকেলসহ দু’জনকে আটক করেছে। এ সময় আটককৃতদের কাছ থেকে ৩টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হচ্ছেন, আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের রফিক উল্যার ছেলে জাবেদ (২৭), কুমিল্লার লাকসামের মোবারক আলীর ছেলে দুলাল (৩০)।
নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার, রাত ৮টায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেলসহ তাদের আটক করে ডিবি পুলিশ। পরে আসামিদের গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।