ঢাকার মধনপুরে পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে নোয়াখালীর সুমনের মূত্যু
- আপডেট সময় : ০৪:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০ ৮৮৮ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
ঢাকার মদনপুরে পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে নোয়াখালীর সুমনের মত্যু। জানা যায়, ঢাকা গামী মাছ বাহী পিকাআপ ঢাকা মাছ নামিয়ে আসার পথে মধনপুর নামক স্থানে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহত মোঃ সুমন (৩০) এর গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মকিমপুরে।
কাঁচপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৭ টার দিকে মাছ বাহী পিকাআপ ঢাকা থেকে মাছ নামিয়ে নোয়াখালী যাওয়ার পথে মদনপুর নামক স্থানে গাড়িটি উল্টো দিকে গিয়ে পিছন থেকে অন্য গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ঐ পিকাআপ ভ্যানের চাপায় মারা যান ড্রাইভার সুমন।
খবর পেয়ে কাঁচপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ও পিকাআপ ভ্যান উদ্ধার করে থানা হেফাজতে রাখে। পুলিশ আরো জানান, এঘটনায় চালক নিহত হয়। গাড়িটি হেল্পার চালানোর কারণেই এ দূর্ঘটনাটি ঘটে। ঘটনার পরে হেল্পার গাড়ি ও চালককে রেখে পালিয়ে যায়।