সংবাদ শিরোনাম ::
হাতিয়ায় বোনকে গলা টিপে হত্যা করল ভাই
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০ ১৫৯২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পারিবারিক কলহের জেরধরে নিজের আপন ছোট বোনেকে গলা টিপে হত্যা করেছে বড় ভাই।
পুলিশ বলছে, ঘটনার পর থেকে নিহতের বড় ভাই মো. শফি আলম পলাতক রয়েছে। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি ক্ষতিয়ে দেখছে।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার চানন্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রসুলপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মোছাম্মদ কুলছুমা আক্তার (২২), সে একই গ্রামের জিয়াউল হক’র মেয়ে। পারিবারিক জীবনে সে অবিবাহিত ছিল।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারে পারিবারিক কলহের জেরে প্রায় ঝগড়া-বিবাদ লেগেই থাকত।
এক পর্যায়ে গতকাল রাতে পারিবারিক কলহের জেরে বড় ভাই ছোট বোনকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায় । নিহতের ময়নাতদন্ত শেষে পুলিশ এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।