সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে করোনা জয়ী ৩৩পুলিশকে বরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:০৩:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০ ১০৪০ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে করোনা জয়ী আরও ৩৩পুলিশ সদস্যদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিক ভাবে বরণ করে নিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।
সোমবার সকালে নোয়াখালী পুলিশ লাইনে শহীদ কনেস্টেবল ময়নুল হক হলে অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করা হয়।
জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, জেলার বিভিন্ন ইউনিটের কর্মরত ৩৩জন পুলিশ সদস্য করোনা ভাইরাসকে পরাজিত করে সুস্থ্য হয়ে উঠেন। কাজে যোগদান উপলক্ষে তাদের উৎসাহ দিতে এ আয়োজন। জেলায় মোট ২২৫জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ২১৪জন সুস্থ্য হয়ে কাজে যোগদান করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার) সাজ্জাত হোসেন।