সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে সংবাদপত্র এজেণ্টের মোটরসাইকেল চুরি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৩৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০ ১৩১৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী বেগমগঞ্জে একলাশপুরের মুন্সি বাড়ি থেকে সংবাদপত্র এজেণ্ট সহিদুর রহমানের ব্যবহৃত একটি নীল রঙ্গের মোটর সাইকেল চুরি হয়ে গেছে।
সহিদুর রহমানের পুত্র সুলতানুর রহমান বাদি হয়ে থানায় সাধারণ ডায়েরী রুজু করেছেন।গাড়িটির নম্বর ঢাকা মেট্রো ল-৩৩-৯১৩৪।যার দাম ১ লাখ৬০ হাজার টাকা বলে জানান তিনি।
তিনি অভিযোগ করেন, ১০আগষ্ট সোমবার রাত সাড়ে নয়টার দিকে প্রতিদিনের মতো বাসার নীচে মোটর সাইকলটি রেখে ঘুমিয়ে পড়েন।ভোর বেলায় জেগে দেখেন মোটর সাইকেলটি নেই।অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়ায় বেগমগঞ্জ থানায় সাধারণ ডায়েরী রুজু করেন তিনি।সহিদুর রহমান লিটন মাইজদী বাজার মুলধারা সংবাদপত্র এজেণ্ট। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে চোরাই আতঙ্ক বিরাজ করছে।
বেগমগঞ্জ থানায় এসআই মারুফ বলেন, ঘটনা বিষয়ে ডায়েরী হয়েছে।আমরা বিষয়টি দেখছি।