সংবাদ শিরোনাম ::
বেগমগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৪৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০ ৮৭১ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মো. ইসকান্দার (২৭) পলাতক রয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে মধ্য গয়েছপুর পাক মুন্সিরহাট বাজার সংলগ্ন ইদ্রিস মিয়ার বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই বাড়ীর আমিন উল্যার ছেলে। অভিযুক্ত মো. ইসকান্দার একই এলাকার জালাল আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ইদ্রিস মিয়ার বাড়ীর মনার স্ত্রী তার কয়েকটি হাঁস না পেয়ে তার প্রতিবেশী ইসকান্দার নিয়ে গেছে বলে ধারণা করে। পরে রাতে ওই নারী বিষয়টি ইসকান্দারের শশুরকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ইসকান্দার ইদ্রিস মিয়ার বাড়ীতে এসে মনার স্ত্রীকে মারধর করতে থাকে। মনার স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসেন তার চাচাতো দেবর দেলোয়ার ও তার স্ত্রী। তাদেরও এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে ইসকান্দার। বুকে কিল ঘুষি পড়ায় দেলোয়ার অচেতন হয়ে মাটিতে লুটে পড়লে ইসকান্দার পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, ইসকান্দারের কিল ঘুষিতে দেলোয়ারের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে ইসকান্দার পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইসকান্দার এলাকায় বিভিন্ন চুরির সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।