সংবাদ শিরোনাম ::
বেগমগঞ্জে ৯৪০ইয়াবাসহ গ্রেপ্তার-২
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০ ৩২৪৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মনির আহম্মদ ও জাকির হোসেন নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, চট্টগ্রাম জেলার ভুজপুর থানার নারায়ণহাট শেষছড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে মনির আহম্মদ (৪৫) ও বেগমগঞ্জের মিরওয়ারিশপুর ৩নং ওয়ার্ডের আজিজ উল্যার ছেলে জাকির হোসেন (২২)।
জানা গেছে, র্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল বুধবার রাতে বেগমগঞ্জের দক্ষিণ ফাজিলপুর বেগমগঞ্জ ফিড মিলস সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় মাদক ক্রয়-বিক্রয়কালে মনির ও জাকিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের শরীরে তল্লাশী চালিয়ে ৯৪০পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪হাজার টাকা উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আবু ছালেহ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ইয়াবা ক্রয় করে এনে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে। তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।