কোম্পানীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের চেষ্টায়, যুবক আটক
- আপডেট সময় : ০৭:৪০:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০ ৬৮৯২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এক গৃহবধূকে (২০) নিজ বসতঘরে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আটককৃত যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
আটককৃত, আব্দুল হাই (২৮), উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সফি মিয়ার নতুন বাড়ির বাহার মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানান, এর আগে গৃহবধূর অভিযোগ পেয়ে সকাল ১১টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট সংলগ্ন বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে আটক করা হয়।
ওই গৃহবধূর ভাষ্য, গত (২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে তিনি তার বাচ্চাকে শয়ন কক্ষে দুধ খাওয়াচ্ছিলেন। এর কিছুক্ষণ পরে পরিবারের সদস্যদের অগোচরে একই বাড়ির আব্দুল হাই তার কক্ষে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে ওই যুবক পালিযে যায়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে নারীও শিশু নির্যাতন আইনের ৯ /৪ এর (খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।