শিরোনাম:
চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে কোম্পানীগঞ্জে মনোনয়ন দাখিল করলো ১০ জন এক ভাইকে বাঁচাতে আরেক ভাই পানিতে, ডুবে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু তাপপ্রবাহে অতিষ্ট হয়ে জমিতে অজ্ঞান কৃষক, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নতুন গ্যাস কূপের খনন কার্যক্রমের উদ্বোধন কবিরহাট পৌরসভার উপনির্বাচনে ১৭১ ভোটের ব্যাবধানে তিনবারের প্রার্থীর জয় হিটস্ট্রোকে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু গরমে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল নোয়াখালীর ১৮ শিক্ষার্থী স্যালোয়ারে লুকানো ইয়াবা, গ্রেফতার মাদককারবারি গৃহবধূ প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায়, গ্রেফতার যুবক বঙ্গোপসাগরে জাহাজ ডুবি, উদ্ধার ১১, নিখোঁজ-১ নাবিক

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল

Avatar
newsdesk2
আপডেটঃ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারির তিন দিনের মাথায় সেটি আবার শিথিল করল দেশটি। ফলে বাংলাদেশসহ ২৩টি দেশের প্রবাসী ও পেশাদার পাসকার্ডধারীরা অভিবাসন বিভাগের অনুমতি নিয়ে এখন থেকে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন।

বৃহস্পতিবার বিকালে মালয়েশিয়া মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়। খবর মালয়েশিয় সংবাদমাধ্যম দ্য স্টারের।

বৈশ্বিক করোনা মহামারির কারণে সেপ্টেম্বরের শুরুতে মালয়েশিয়া সরকার ২৩টি দেশের নাগরিককে দেশটিতে প্রবেশে নিধেষাজ্ঞা দেয়। ৭ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া, পেরু, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, স্পেন, আর্জেন্টিনা, চিলি, ইরান, যুক্তরাজ্য, সৌদি আরব, পাকিস্তান, ফ্রান্স, তুরস্ক, ইতালি, জার্মানি, ইরাক, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া থেকে প্রবেশ নিষেধাজ্ঞা কার্যকর করার ঘোষণা দেওয়া হয়। কিন্তু তিন দিন যেতে না যেতেই বৃহস্পতিবার বিকালে নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

মালয়েশিয়ার সুরক্ষা ও প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকব জানান, ‘প্রবাসী এবং পেশাদারদের মালয়েশিয়ায় প্রবেশের আগে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে অনুমোদন নিতে হবে। তাদের আবেদনের সঙ্গে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটিস অথবা সম্পর্কিত সংস্থা থেকে একটি সাপোর্ট লেটার থাকতে হবে।’

নতুন সিদ্ধান্ত অনুসারে মালয়েশিয়ায় স্থায়ী আবাসিকতার অনুমতিপ্রাপ্ত এবং দেশটির নাগরিকদের স্বামী বা স্ত্রীদেরও প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে তারা দেশটিতে প্রবেশ করতে পারলেও এখনই সেখান থেকে বের হতে পারবেন না। এছাড়া বিভিন্ন দেশের যেসব শিক্ষার্থী পাসধারী আক্রান্ত হয়েছে তারাও নতুন সিদ্ধান্ত অনুযায়ী মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি পাবেন।

ইসমাইল সাবরি ইয়াকব বলেন, ‘উল্লিখিত সব ধরনের ক্যাটাগরির মানুষদের প্রবেশের আগে অবশ্যই অভিবাসন বিভাগের অনুমতি নিতে হবে।’তবে অভিবাসন বিভাগ নতুন শিক্ষার্থীদের পাস অনুমোদন করবেন না বলে জানান তিনি।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১