কোম্পানীগঞ্জে চার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:৫১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০ ৩৪৩৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত চার আসামীকে গ্রেপ্তার করেছে। যার মধ্যে একজন অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত এবং বাকী তিনজন নারী ও শিশু নির্যাতন মামলায় ৬বছরের সাজাপ্রাপ্ত আসামী।
বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী চরপার্বতী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চৌকিদার মফিজ উল্যার ছেলে মমিন উল্যাহ সোহাগ (৩৮), নারীও শিশু নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত আসামী চরপার্বতী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হরি মহনের ছেলে কুসুম কুমার মজুমদার (৪৫), তার ছেলে স্বপন মজুমদার (২৫), মুছাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রংমালা এলাকার মৃত বেচারাম মজুমদারের ছেলে প্রহল্লাদ মজুমদার (৫০)।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুছাপুর ও চরপাবর্তী ইউনিয়নে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তার করা হয়েছে।