এনকে বার্তা ডেস্ক:
মিয়ানমারে আটকে পড়া ৪৩ জন বাংলাদেশি নাগরিক আজ বুধবার ঢাকায় ফিরেছেন। আর ঢাকা থেকে মিয়ানমারে ফিরে গেছেন সেদেশের ৩৮ জন নাগরিক। ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, মিয়ানমারে আটকে পড়া ৪৩ জন বাংলাদেশি নাগরিক মিয়ানমার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান। ইয়াঙ্গুন থেকে ফেরত আসার সময় বাংলাদেশিদের বিমানবন্দরে বিদায় জানান সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী।
ঢাকায় আসার পরে একই ফ্লাইটে মিয়ানমারের ফিরে গেছেন দেশটির ৩৮ জন নাগরিক। এদের মধ্যে বেশিরভাগই চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন্সের শিক্ষার্থী।