সংবাদ শিরোনাম ::
কোম্পানীগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০ ৪৪১৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নারিকেল বেপারীর দোকান এলাকার নারিকেল বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, দুপুরের দিকে পরিবারের সদস্যদের অগোচরে নারিকেল বেপারী বাড়ির মোস্তাফিজুর রহমানের ছেলে মাহমুবুর রহমান মাহির (২) পুকুরে ডুবে মারা যায়। খেলাধুলা করার সময় মাহির পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান জানান, পানিতে পড়ে শিশুর মৃত্যু সম্পর্কে নিহতের পরিবার পুলিশকে অবহিত করেনি। বিষয়টি পুলিশ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।