গৃহবধূকে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলা বিএনপি
- আপডেট সময় : ০৯:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০ ৮৭৯০ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বেগমগঞ্জ উপজেলা বিএনপি।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে শেষে চৌমুহনীর প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ বরকত উল্যা বুলু। এসময় বুলু বলেন, বাংলাদেশের ইতিহাসে এ ন্যাক্কার জনক ঘটনা আর ঘটেনি। তিনি ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তুমলুক শাস্তি দাবি করেন। এ ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আইন প্রয়োগকারী সংস্থার কঠোর নজরদারীরও দাবি করে সুষ্ঠ বিচারে দাবী জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সামীমা বরকত বুলু, উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস, সাধারন সম্পাদক মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজীম সুমন, উপজেলা যুবদলের আহবায়ক রুস্তমআলী, পৌর যুবদলের আবায়ক জাহের আলম লিটন, ছাত্রদলের আহবায়ক খোরশেদ আলম প্রমূখ।