নোয়াখালীতে বিবস্ত্র করে গৃহবধূ নির্যাতন ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেছিল দেলোয়ার
- আপডেট সময় : ০৯:৫৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০ ৪২৭৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে অনৈতিক কাজের অপবাদে সন্ত্রাসী দেলোয়ার মামা বাহিনীর নির্যাতনের শিকার ওই নারীকে (৩৬) অস্ত্রের মুখে জিম্মি করে একাধিক বার ধর্ষণ করেছে দেলোয়ার। শারীরিক সর্ম্পকে রাজি না হলে নিজ বাহিনীর সদস্যদের দিয়ে গণধর্ষণের হুমিক দিতো দেলোয়ার। চাঞ্চল্যকর এই ঘটনার ভিকটিমের সাথে কথা বলে এমন তথ্য নিশ্চিত হয়েছেন বলে দাবি করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ-তদন্ত) আল আহমুদ ফয়জুল কবির।
মঙ্গলবার দুপুর ২টার দিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অডিটরিয়ামে সাংবাদিকদের সাথে এ কথাগুলো বলেন তিনি।
মানবাধিকার কমিশনের পরিচালক আল আহমুদ ফয়জুল কবির জানান, মঙ্গলবার সকাল ১১টায় বেগমগঞ্জ থানায় তিনিসহ তাদের তদন্ত কমিটির সদস্যরা নির্যাতিতা ওই গৃহবধূর সাথে কথা বলেন। গৃহবধূ তাদের কাছে অভিযোগ করে বলেন গত এক বছর আগে দেলোয়ার তার ঘরে ডুকে প্রথমে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় দেলোয়ার তার সাথে যৌনকাজে লিপ্ত হতে বলে। তিনি চিৎকার করার চেষ্টা করলে দেলোয়ার তাকে হত্যা ও তার দলের লোকজন দিয়ে গণধর্ষণের ভয় দেখিয়ে তখন শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এর কিছুদিন পর দেলোয়ার ও তার সহযোগি কালাম ওই নারীকে তার বাড়ী থেকে বের করে একটি নৌকা যোগে বাড়ীর পাশ^বর্তী একটি বিলে নিয়ে যায়। সেখানে দেলোয়ার ও কালাম তাকে গণধর্ষণের চেষ্টা করলে হাতে পায়ে ধরে কালামের হাত থেকে রক্ষা পেলেও দেলোয়ার তাকে নৌকার মধ্যে পুনঃরায় ধর্ষণ করে। এরপর থেকে দেলোয়ার তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করতে ব্যার্থ হয়ে ক্ষিপ্ত হয়ে উঠে।
তিনি আরও জানান, এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করবেন। মামলাটি পরিচালনা করবেন এড. জাফর উদ্দিন বাবুল। আদালতে ২২ধারায় পুনঃরায় ভিকটিমের জবানবন্দী রেকর্ড করা হবে। আমাদের তদন্ত শেষে চুর্ড়ান্ত রিপোর্ট চেয়ারম্যান মানবাধিকারের কাছে জমা দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকারের উপ-পরিচালক গাজী সালা উদ্দিন, নোয়াখালী জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামরুন নাহার প্রমুখ।
এদিকে দ্বিতীয় দিনের মতো বিচারের দাবীতে উত্তাল রয়েছেন নোয়াখালী। সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যানারে জেলা শহরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাসদ নোয়াখালী, জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, জেলা যৌন হয়রানি নির্মুল করণ নেটওয়ার্ক, স্টুডেন্স অব নোয়াখালী এবং মানবিক ব্লাড ফাউন্ডেশন, একলাশপুর বাজারে গাবুয়ায় ওয়েল ফেয়ার ফাউন্ডেশন। চাটখিলে মলং মুড়ি, জয়াগ মৈত্রী যুব সংঘ, স্বেচ্ছাসেবী প্যানেল অফ চাটখিল, বুলু ফোরাম সিবিএফ, এন সোশ্যাল ব্লাড ডোনেট ক্লাব, একতা ব্লাড ডোনেট সংগঠন, চাটখিল পাঁচগাও সরকারি উচ্চ বিদ্যালয়, চাটখিল উপজেলার স্কুল, কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীসহ একাধিক সংগঠন।
প্রসঙ্গত,গত ২ সেপ্টেম্বর রাতে ওইনারীর আগের স্বামী তার সাথে দেখা করতে তার বাবার বাড়ী একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এসে তাদের ঘরে ঢুকেন। বিষয়টি দেখে পেলে স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার। রাত ১০টার দিকে দেলোয়ার তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে পর পুরুষের সাথে অনৈতিক কাজ ও তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারধর শুরু করেন। এক পর্যায়ে পিটিয়ে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারন করে। ৪ অক্টোবর দুপুরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েল জেলায় তথা দেশ ব্যাপী তোলপাড় সৃষ্টি হয়।