ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

খালেদার হাজিরা পেছাল পাঁচ মাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০ ১০২৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক:

নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ১১টি মামলায় হাজিরার তারিখ পাঁচ মাস পেছানো হয়েছে। আগামী ৩০ মার্চ নতুন তারিখ ধার্য করেছে আদালত।

মঙ্গলবার ১১ মামলায় খালেদার হাজিরার দিন ধার্য ছিল। অধিকাংশ মামলা উচ্চ আদালতে স্থগিত থাকায় আসামিপক্ষ সময়ের আবেদন করে।

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত দ্বিতীয় ভবনে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ সময়ের আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।

২০১৫ সালের প্রথম দিকে বিএনপির ডাকা হরতাল চলাকালে দারুসসালাম থানায় আটটি ও যাত্রাবাড়ী থানায় দুটি মামলা করে পুলিশ। ২০১৬ সালের প্রথম দিকে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এছাড়া রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন জনৈক ব্যক্তি।

খালেদা জিয়া ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন-বিএনপি নেতা আমান উল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু।

এই ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানি এবং যাত্রাবাড়ী থানার অপর মামলাটির অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খালেদার হাজিরা পেছাল পাঁচ মাস

আপডেট সময় : ১১:১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০

ডেস্ক:

নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ১১টি মামলায় হাজিরার তারিখ পাঁচ মাস পেছানো হয়েছে। আগামী ৩০ মার্চ নতুন তারিখ ধার্য করেছে আদালত।

মঙ্গলবার ১১ মামলায় খালেদার হাজিরার দিন ধার্য ছিল। অধিকাংশ মামলা উচ্চ আদালতে স্থগিত থাকায় আসামিপক্ষ সময়ের আবেদন করে।

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত দ্বিতীয় ভবনে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ সময়ের আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।

২০১৫ সালের প্রথম দিকে বিএনপির ডাকা হরতাল চলাকালে দারুসসালাম থানায় আটটি ও যাত্রাবাড়ী থানায় দুটি মামলা করে পুলিশ। ২০১৬ সালের প্রথম দিকে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এছাড়া রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন জনৈক ব্যক্তি।

খালেদা জিয়া ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন-বিএনপি নেতা আমান উল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু।

এই ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানি এবং যাত্রাবাড়ী থানার অপর মামলাটির অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য রয়েছে।