কোম্পানীগঞ্জে ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার
- আপডেট সময় : ০৪:২৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০ ৩৯৫৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতি মামলায় এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত অহিদ উল্যাহ চৌধুরী দিদার (৩৩) উপজেলার বসুরহাট পৌরসভা ৮ং ওয়ার্ডের হাবিব উল্যাহ চৌধুরী বাড়ির শহীদ উল্যাহ চৌধুরী’র ছেলে এবং বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের (প্রস্তাবিত) কমিটির সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ৩টার দিকে বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার সকালে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১২ জুন উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পেশকারহাট সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে কয়েকজন ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতারকৃত ডাকাতদের ভাষ্যমতে তাকেও ওই ডাকাতি মামলায় ১২ নং ক্রমিকের আসামি করা হয়। কোম্পানীগঞ্জ থানায় যাহার মামলা নং-৫।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান জানান, সে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। পুলিশ তাকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।