কবিরহাটে বসতঘরে বিদুৎপৃষ্টে গৃহবধূর মৃত্যু
- আপডেট সময় : ০৫:৪৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০ ৩১১৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় বসতঘরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম নলুয়া বুদ্ধিনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ মনিজা খাতুন (৩৩), ধানসিঁড়ি ইউনিয় ১নং ওয়ার্ডের আনাজ হকের বাড়ির আব্দুর রহমানের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিল।
প্রত্যক্ষদর্শীরা বলছে, নিহত গৃহবধূর টিনশেড ঘরে বসবাস করত। কোন এক সময়ে ঘরের একটি কক্ষের বাল্বের হোল্ডার খুলে পুড়ে যায়। তখন ওই হোল্ডারের কানেকশানের বৈদ্যুতিক তার গুলো গিয়ে টিনশেড বেড়ার উপর পড়লে ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে।
বিকেলের দিকে ওই গৃহবধূ ঘরের মধ্যে কাজ করতে গিয়ে ঘরের বেড়ার টিনে হাত দিলে বিদ্যুৎ পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধানসিঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর আলম ভূঁইয়া পারভেজ ঘটনাস্থল থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জাা মোহাম্মদ হাসান জানান, তিনি এ বিষয়ে এখন পর্যন্ত অবগত নয়।