সংবাদ শিরোনাম ::
সোনাইমুড়ীতে মাদ্রাসার ভিত্তিফলক ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০ ১১৭৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের মানিক্যনগর মাদ্রাসার নব নির্মিত একাডেমিক ভবনের ভিত্তিফলক ভাঙচুর, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে মানববন্ধন এবং বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে মানিক্যনগর মহিলা দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকার সর্বস্তরের জনগনের আয়োজনে মাদ্রাসার সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আমিশাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগে সাধারন সম্পাদক হুমায়ুন কবির, মহিলা ইউপি সদস্য ছায়েরা খাতুন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মাদ্রাসার সামনের সড়ক প্রদক্ষিন করে মাদ্রাসা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
বক্ত্যারা বলেন, স্থানীয় সন্ত্রাসীরা উদ্বোধনের একদিন পর চাঁদার দাবীতে আবিরপাড়া মানিক্যনগর মহিলা দাখিল মাদ্রাসার চার তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে। একই সাথে তারা উদ্বোধনকৃত নামফলকটি ভাঙচুর করে উঠিয়ে নিয়ে যায়।